চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পালটাপালটি অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে নির্বাচনি ‘আচরণবিধি লঙ্ঘনের’ অভিযোগ করে ছাত্রদল। বুধবার দুপুর পৌনে ২টায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন ছাত্রদল নেতারা। ছাত্রদলের অভিযোগ, ভিপি প্রার্থী মো. ইব্রাহিম হোসেন রনি বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে (নতুন কলা ভবন) গিয়ে শ্রেণিকক্ষে প্রচারণা চালিয়েছেন। শ্রেণিকক্ষের সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রায় ২০ মিনিট ধরে ইতিহাস বিভাগের ৩২৩ নম্বর কক্ষে প্রচারণা চালানো হয়। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। অভিযোগ জানানোর সময় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান; চাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক (জিএস)...