চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিরাজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুজন দেবনাথ ওই এলাকার মৃত খোকন দেবনাথের ছেলে। সুজনের মা অঞ্জলী দেবনাথ বলেন, ‘‘সুজন দিনমজুরের কাজ করত। বুধবার সকালেও গাছ কাটার কাজ করেছে। দুপুরে স্থানীয় বাচ্চুর ডাকে ঘর থেকে বের হয়। পরে খবর পাই বাড়ির অদূরে কৃষিজমিতে ছেলের মরদেহ পড়ে আছে।’’আরো পড়ুন:পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকেরাণীগঞ্জে হাত-পা বাঁধা রিকশাচালকের মরদেহ উদ্ধার পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বলেন, ‘‘সুজনের লাশ পড়ে থাকার...