শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা বারোমারী মিশন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে। বুধবার (৮ অক্টোবর) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।আরো পড়ুন:সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণেআশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট আসন্ন তীর্থ উৎসবকে ঘিরে দোকানগুলোতে মজুত ছিল বিপুল পরিমাণ পণ্যসামগ্রী। চোখের পলকে সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়া নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস, বারোমারী ও চৌকিদার টিলার বিজিবি সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পুড়ে যাওয়া মালামাল সরাতেও সহযোগিতা করেন বিজিবি সদস্যরা। মিশন কর্তৃপক্ষ জানান, মার্কেটের ভাড়ার আয়ে তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা হত। অন্যদিকে এসব দোকানের ওপরই নির্ভর করে...