তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। পঞ্চাশ পেরিয়েই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। তবে শুরুর বিপত্তির পর তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। এদিনে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ফিরে যান তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৮ রানের মাথায় ১০ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তিনে নেমে সুবিধা করতে পারেননি শান্ত। তিনি ওমরজাইয়ের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তার ব্যাট থেকে আসে ২ রান। শুরুর বিপর্যয়ের পর ব্যাট হাতে আশা জাগান অভিষিক্ত সাইফ হাসান। তবে দলের ৫৩ রানে ফেরেন ভরসা দেওয়া এই ব্যাটার। বাঁহাতি স্পিনার নানগেইয়ালিয়া খারোতির অফ স্টাম্পের বাইরে...