১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইংল্যান্ডকে চাপে রাখে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাত্র ৭৮ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। তবে হিদার নাইটের ৭৯ রানের অপরাজিত ইনিংস শেষ পর্যন্ত জয়ের মুখ দেখায় ইংল্যান্ডকে। গতকাল (৭ অক্টোবর) বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানের লক্ষ্য দাঁড় করায় তারা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ইংলিশরা। ৭৮ রানে ৫ উইকেট ও ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে তারা পুরোপুরি চাপে পড়ে যায়। এরপরই শুরু হয় নাইটের আগ্রাসী ব্যাটিং। ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে হতাশ করেন তিনি। নাইট আউট হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ম্যাচ শেষে বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন বলেন, “(হিদার নাইটের) ওই উইকেটটা কত গুরুত্বপূর্ণ ছিল, তা...