০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম কুমিল্লার লালমাই উপজেলার প্রবেশমুখে কিছুদিন পূর্বে নিম্নমানের ইট দিয়ে সলিং এর কাজ করা হয়েছে, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা—এমন তথ্যর ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) রাস্তার কাজের ঠিকাদার, প্রকল্প ব্যয় এবং অর্থবছর সম্পর্কে জানতে কয়েকজন সাংবাদিক একত্রিত হয়ে উপজেলা প্রকৌশলীর দপ্তরে যান। দপ্তরে প্রবেশ করার পর উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজরে কাছে তথ্য জানতে চাইলে তিনি বলেন, আপনি এই তথ্যর জন্য দাউদকান্দি যান। কেননা, এইটা আগের প্রকৌশলীর সময়কার কাজ। এসময় "আপনিতো বর্তমানে লালমাই উপজেলার প্রকৌশলী" তথ্য তো আপনারও জানার কথা এমন প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলে ওঠেন- আপনি তথ্যাধীকার ফরমে দাউদকান্দি বরাবর আবেদন করেন। এরপর, সাংবাদিকদের উদ্দেশ্য করে ধমক দিয়ে বলে ওঠেন- "বের হয়ে...