বুধবার (৮ অক্টোবর) সিলেট-২ আসনের ওসমানী নগর উপজেলার বিভিন্ন এলাকায় রাষ্ট্র মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি ওসমানীনগর থানার শেরপুর বাজার, উনিশমাইল বাজার, বেগমপুর বাজার, করাইল বাজার, গোয়ালাবাজর, উমরপুর বাজার, তাজপুর বাজার, জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম আওরঙ্গপুর শেরপুর মাদ্রাসা ও হযরত শাহজালাল রহ ফাযিল মাদ্রাসাসহ আরও অনেক স্থানে দিনভর দলীয় কর্মসূচি পালন করেন। হুমায়ুন কবিরের উপস্থিতিতে এদিন প্রতিটি স্থানে লোকে-লোকারণ্য হয়ে পড়ে। জনাকীর্ণ এসব পথসভায় হুমায়ুন কবির বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে তবে কোনো ভেদাভেদ, কোন্দল থাকতে পারবে না। আগামীতে যাকেই দল থেকে মনোনয়ন দেওয়া হোক তার পক্ষে সবাইকে একযোগে ঝাপিয়ে পড়তে হবে। ব্যক্তিকে নয়, দলকে ভালোবেসে নির্বাচনী বৈতরণী পার করতে হবে।...