০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম আগামী ১৫-১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চাই। বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আলী রীয়াজ বলেন, ‘এ আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে।’ এ সময় গণভোট বাস্তবায়নের জন্য দলগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নোট অব ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে।’ এ ছাড়া গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অন্য বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথাও বলেন তিনি। আগামী ১০ অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় উল্লেখ করে দু-এক দিনের মধ্যেই আলোচনার ইতি টানার প্রত্যাশা ব্যক্ত করেন আলী রীয়াজ। কুখ্যাত চুক্তিভঙ্গকারী ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির 'লিখিত নিশ্চয়তা' চায় হামাস ফিলিস্তিনিদের অদম্য...