দিনেশের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয় এক বাসিন্দা অঞ্জলি বলেন, “আমার বাবা দরজায় কড়া নাড়লে ভেতর থেকে লক করা ছিল। দরজা খুলতেই দেখি দিনেশ যন্ত্রণায় ছটফট করছেন, আর তার স্ত্রী ঘরের কোণে লুকিয়ে আছেন।”অঞ্জলি আরও জানান, তার বাবাই দ্রুত একটি অটোরিকশা ডেকে দিনেশকে হাসপাতালে পাঠান। প্রথমে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় সাফদারজং হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, দিনেশের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’।পুলিশ জানায়, দিনেশ ও তার স্ত্রীর বিয়ে হয়েছিল আট বছর আগে। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায় দুই বছর আগে স্ত্রী ‘ক্রাইম এগেইনস্ট উইমেন’ সেলে অভিযোগ করেছিলেন, তবে পরে বিষয়টি আপসে মীমাংসা হয়।এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দিনেশের স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৮,...