চট্টগ্রাম:আয়তনের দিক থেকে সবচেয়ে বড় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু আমাদের শিক্ষার্থীদের শতভাগ আবাসন নেই।আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা, খাদ্য সমস্যা, নিরাপত্তা সমস্যা সমাধানে আমি কাজ করতে চাই। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তির প্রথম দিন থেকে একটি আসন একটি পড়ার টেবিল নিশ্চিত করতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এসব কথা বলেন। তিনি বলেন, আমি চাটগাঁর সন্তান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে চাই। অতীতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে সোচ্চার ছিলাম আমি। এ কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোষানলে পড়েছিলাম। বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি। শিরিন প্রশাসনের সময় ২০ কোটি টাকার ভাংচুর মামলার প্রধান আসামি হয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে কোনো সময় আপস করিনি। যাতায়াত সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের...