ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সানজিদা ইসলাম। বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী তিনি। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে সাইদুর রহমানের মেয়ে সানজিদা। তার মামা তুষার খন্দকার জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন সানজিদা। একবছর আগে তার বিয়ে হয়। স্বামী তাজ আহমেদ গার্মেন্টস ব্যবসায়ী। স্বামী স্ত্রী দুজন ঢাকার বিমানবন্দর এলাকায় থাকতেন। তিনি জানান, দুই মাস আগে সানজিদার শরীরে একটি অপারেশন হয়। এরপরে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে বাসায় ফিরলেও তার শরীরে ব্যথা অনুভব করতে থাকেন। তখন থেকে এর চিকিৎসা চলছিল। গত দুই দিন আগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে...