ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং তার মন্ত্রিসভার দুই সদস্যকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে 'সহযোগিতার' অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। মেলোনি নিজেই মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রাইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধান রবার্তো চিনগোলানির নাম এসেছে। মেলোনি তার সরকারের বিরুদ্ধে আনা এই অভিযোগকে ‘অযৌক্তিক ও বিস্ময়কর’ বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, এই ঘটনা বিশ্বে বা ইতিহাসে বিরল। তিনি বলেন, ইতালি গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলে কোনও নতুন অস্ত্রের সরবরাহ অনুমোদন করেনি। এদিকে, প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধান চিনগোলানিও এই অভিযোগকে ‘গুরুতর ষড়যন্ত্র’ বলে প্রত্যাখ্যান...