খুলনার দাকোপে ঢাকি নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। পুকুরের মাছ ও ফসলের ক্ষেতও তলিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত থেকে এ ঘটনা অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের ঢাকি নদের প্রবল জোয়ারে প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। পানিবন্দি হয়ে পড়ে শতাধিক পরিবার। এতে পুকুরের মাছসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করেও বাধ সংস্কার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারটি ঝুঁকিপূর্ণ। আগে থেকে সবার উচিত ছিল ব্যবস্থা নেওয়া। অনেক গ্রাম তলিয়ে গেছে। গ্রামের বাসিন্দারা অনেক খারাপ অবস্থায় রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে গ্রামের সবাইকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এ...