এক সাধারণ মেয়ে অরনী। কিন্তু তাকে ঘিরে ঘটে অস্বস্তিকর এক ঘটনা। এলাকার বখাটে তারিকুল নানাভাবে তাকে উত্যক্ত করতে থাকে। অরনী না বলতে না পারলেও, বাবার কাছেও কিছু বলতে পারে না। দুই দিকেই যেন আটকে যায় সে। তারিকুল এবার নতুন কৌশল নেয়। মিরাজ নামে এক আইটি বিশেষজ্ঞ ছেলেকে টাকা দিয়ে অরনীর সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করতে বলে। যাতে করে সে মেয়েটির গতিবিধি নজরে রাখতে পারে। কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ, মিরাজ অরনীর প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে এবং তরিকুলের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এই বিপদের মুহূর্তে অরনী কী করবে? আর মিরাজই বা কতটা পাশে দাঁড়াবে নারী উত্যক্তকারীর বিরুদ্ধে? এই প্রশ্নের জবাব মিলবে ইশতিয়াক আহমেদ পরিচালিত ‘মন খারাপের দিনে’ নাটকে। আশা মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি ঢাকা ও ঢাকার...