চট্টগ্রামের বাঁশখালীর সাগর উপকুলীয় সরল ইউনিয়নের পশ্চিম সরলে বুধবার (৮অক্টোবর) সন্ধ্যায় শমসু গ্রুপ ও গিয়াস উদ্দিন গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় ও অবৈধ অস্ত্র নিয়ে জড়িয়ে পড়া এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুই গ্রুপের আহত ৮ জনকে বুধবার ৮টার দিকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। ঘটনায় আহতরা হলেন— সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের শমসু গ্রুপের মৃত শামসুল আলমের পুত্র মোহাম্মদ মানিক (৩৫), শহিদুল ইসলামের পুত্র মানিক (২৬), গিয়াস উদ্দিন গ্রুপের মৃত আবদুল হকের পুত্র মো. আরিফ (৩৭), আবু বকরের পুত্র রাজীব উদ্দিন (১৭), মৃত সুলতান আহমদের পুত্র মো. ফেরদৌস (৩২), শফি আলমের পুত্র মো. ফাহিম (১৯), জামাল উদ্দিনের পুত্র মঈন উদ্দিন(১৪), মৃত আফজল মিয়ার পুত্র...