সিলেট-১ (নগর-সদর) সংসদীয় আসনে দোয়া ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে ধানের শীষ প্রতিকের অনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বুধবার হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের মধ্যদিয়ে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি। এসময় তিনি বলেন, গত ১৫ বছর ধরে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি। এর ফলে রাষ্ট্রের মানুষ তার স্বাভাবিক মালিকানা হারিয়ে ফেলেছেন। এখন সেই মালিকানা গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক পথে পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। মানুষ অধীর আগ্রহে ভোটের দিন অপেক্ষা করছে, যাতে তারা নিজের পছন্দের সরকার বেছে নিতে পারে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি পুনর্গঠন করা হবে। সিলেটসহ সারাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বেকারত্ব দূর করা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সিলেট...