এশিয়া কাপের ফাইনালে খেললেও প্রত্যাশা পূরণে ব্যর্থ পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে এশিয়া কাপে মোট ৩ বারের দেখায় ৩ বারই হেরেছে দলটি। এছাড়াও প্রতি ম্যাচে তাদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। এশিয়া কাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির মতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল চূড়ান্ত করতে ইতিমধ্যে বৈঠকে বসেছে নির্বাচক কমিটি, প্রধান কোচ ও অধিনায়ক। চলতি বছরে টি-টোয়েন্টি দলে দেখা যায়নি বাবর আজমকে। বাবরের অনুপস্থিতিতে পাকিস্তান দলে দেখা গেছে এক বড় শূন্যতা। এশিয়া কাপেও বাদ দেওয়া হয় সাবেক এই অধিনায়ককে। সামা টিভির মতে, টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন বাবর। তবে বাবরের ফেরা খুব সহজ হবে না। কেননা তাকে ফেরানো নিয়ে নির্বাচকদের মাঝে রয়েছে মতভেদ।...