কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ধরনের মিছিল আস্তে আস্তে ‘নির্মূল’ হয়ে যাবে। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে। এক সময় আমরা ২৪৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করি। এরপর থেকে অনেক কমে আসছে। ‘আপনারা সাহায্য সহযোগিতা করলে অনেক কমে যাবে। আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে।’ গত মে মাসে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির নেতাকর্মীরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে আসছে। এসব মিছিল থেকে নেতাকর্মীরা ধরাও পড়ছে। গত ২৪ সেপ্টেম্বর ঝটিকা মিছিলের সময় ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ। ঝটিকা মিছিল কমার সঙ্গে দেশে অপরাধের...