একটি চোট কাটিয়ে লম্বা সময় বাদে মাঠে ফেরার কয়েক মাস পরই আরেকটি গুরুতর চোট। চরম হতাশায় এদের মিলিতাওয়ের মাথায় ঘুরপাক খাচ্ছিল নানা ভাবনা। ওই দুই চোটে মোট ৪৩৮ দিন বাইরে থাকা রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার বললেন, ফুটবল ছেড়ে দেওয়ার ভাবনাও তার পেয়ে বসেছিল তখন। এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) দুটি চোটে রেয়াল মাদ্রিদের ৯৪টি ম্যাচে বাইরে থাকতে হয় মিলিতাওকে। প্রথমবার ২০২৩ সালের অগাস্টে তিনি চোট পান বাঁ হাঁটুতে, পরের বছরের নভেম্বরে চোট পান ডান হাঁটুতে। গত জুনে ক্লাব বিশ্বকাপের সময় রেয়ালের হয়ে মাঠে ফেরেন মিলিতাও। ব্রাজিলের আসছে দুটি প্রীতি ম্যাচের জন্য তিনি ব্রাজিল দলে ফিরেছেন এক বছরের বেশি সময় পর। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী এই ফুটবলার বলেন, মাঠের বাইরে থাকার সময়টা খুব কঠিন ছিল...