৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে শুক্রবার (১০ অক্টোবর)। বিশেষ বিসিএস হওয়ায় এ পরীক্ষা নেওয়া হবে শুধুই ঢাকার কেন্দ্রে। ফলে দেশের সব অঞ্চল থেকে চাকরিপ্রার্থীরা এদিন ঢাকা অভিমুখে ছুটবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ঢাকায় এ বিসিএস পরীক্ষায় অংশ নিতে আসা চাকরিপ্রার্থীদের জন্য ৬টি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রুয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বাসগুলো ছাড়বে। শুক্রবার (১০ অক্টোবর) পরীক্ষা শেষে বিকেল ৩টায় বাসগুলো আবার শিক্ষার্থীদের রাজশাহী পৌঁছে দেবে। ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বাসগুলো ছেড়ে যাবে। রুয়ার যুগ্ম-প্রচার প্রকাশনা ও জনসংযোগবিষয়ক সম্পাদক আশরাফুল আলম ইমন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৭৩১ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ ২০০ জন শিক্ষার্থীর জন্য ৪টি বাস বরাদ্দ করে।...