যুক্তরাজ্যে গৃহহীন অবস্থায় মারা যাওয়া মানুষের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মিউজিয়াম অব হোমলেসনেস–এর প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৪ সালে মোট এক হাজার ৬১১ জন গৃহহীন ব্যক্তি মারা গেছেন, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটির সহ-পরিচালক ম্যাথিউ টার্টল এ তথ্য প্রকাশ করে বলেন, এই সংখ্যাগুলো দেখায় কীভাবে সমাজ গৃহহীন মানুষদের প্রতি চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই মৃত্যুগুলোর উল্লেখযোগ্য অংশ আত্মহত্যা ও মাদক গ্রহণজনিত কারণে হয়েছে। বিশেষ করে, স্পাইস ও নাইটাজিনস নামের প্রাণঘাতী রাসায়নিক মাদক এখন আরও ভয়াবহ আকার ধারণ করছে।দেশটির গৃহহীনতা বিষয়ক মন্ত্রী অ্যালিসন ম্যাকগাভার্ন এ তথ্যকে হৃদয়বিদারক আখ্যা দিয়ে বলেন, সরকার গৃহহীনতার মূল কারণগুলো চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিচ্ছে। তবে সমালোচকরা বলছেন, কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এমন মৃত্যুর হার বাড়ছে। ২০২৪ সালের আগস্টে লন্ডনের কিংস ক্রস স্টেশনের...