মিয়ানমারের চাউং ইউ শহরে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে সেনাবাহিনীর মোটরচালিত প্যারাগ্লাইডার বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। নির্বাসিত সরকারের একজন মুখপাত্র বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। এই আক্রমণটি সাগাইং অঞ্চলের একটি শহরকে লক্ষ্য করে করা হয়েছিল, যেখানে মানুষ থাডিনজিউট (পূর্ণিমা উৎসব) উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনের জন্য জড়ো হয়েছিল। এই সমাবেশটি জান্তার সামরিক নিয়োগ ও আসন্ন জাতীয় নির্বাচনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে আয়োজিত হয়েছিল। এতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তিরও আহ্বান জানানো হয়েছিল। সাগাইং অঞ্চল গৃহযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যার বেশিরভাগ অংশই স্বেচ্ছাসেবক মিলিশিয়াদের (পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় পিডিএফের একজন কর্মকর্তা জানান, তারা সম্ভাব্য বিমান হামলার তথ্য পেলেও স্থানীয়ভাবে প্যারামোটর নামে পরিচিত প্যারাগ্লাইডারগুলো প্রত্যাশার চেয়ে...