টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ খেলতে নেমে খুব বেশি সুবিধে করতে পারেনি বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে লড়েছেন মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়।দুজনেই পান ফিফটির দেখা। তবে এই দুজনের বিদায়ের পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। গুটিয়ে যায় অল্প রানেই। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বল তার ব্যাটে লেগে চলে যায় রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। ১০ রানে ফেরেন টাইগার ওপেনার। তিনে নেমে আজও ব্যর্থ হন শান্ত। ৫ বলে ২ রান করে ওমরজাইয়ের শিকার হন তিনি। অভিষেক ম্যাচে খেলতে নেমে লড়াই চালাতে থাকেন সাইফ। তবে খারোটে সেটি করতে দেননি। তার বল লং অফে শট নিতে গিয়ে রশিদ খানের...