৪৫ বছরের দীর্ঘ অপেক্ষার পর আবারও এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্নপূরণের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হতে যাচ্ছে আগামীকাল হংকংয়ের বিপক্ষে ম্যাচ।এশিয়ান কাপ বাছাইপর্বের এই লড়াইটি বাংলাদেশের জন্য প্রায় ‘বাঁচা-মরার’ ম্যাচে পরিণত হয়েছে। এই ম্যাচে হার মানেই প্রায় নিশ্চিতভাবে বিদায়। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং পরিকল্পনা নিয়ে কথা বলেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূইয়া। দুজনেই ম্যাচ ঘিরে আশাবাদ ও দৃঢ় বিশ্বাসের কথা জানান। কোচ কাবরেরা বলেন, ‘আমরা জানি আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সবসময়ই সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন, বিশেষ করে হামজা চৌধুরী ও শমিত সোম আমাদের আরও শক্তিশালী করেছে। ’ তিনি মনে করেন, নতুনদের আগমনে দলের ভারসাম্য ও...