দেশের ক্লাবভিত্তিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমের সব ঘরোয়া লিগ নির্ধারিত সময়েই আয়োজনের প্রস্তুতি চলছে। খেলোয়াড়দের স্বার্থ ও কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে সংস্থাটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানায়, দেশের ক্রিকেটার ও সংশ্লিষ্ট অংশীজনদের তারা আশ্বস্ত করতে চায় যে, আসন্ন মৌসুমে সব প্রতিযোগিতা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ, তৃতীয় বিভাগ কোয়ালিফাইং...