মিস ফিল্ডিংয়ে রান আউট হন তাওহীদ হৃদয়। এই মিডলঅর্ডার ব্যাটসম্যান আউট হওয়ার পরই ছন্দপতন হয় বাংলাদেশ দলের। ৫৩ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন তাওহীদ ও মেহেদি হাসান মিরাজ। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৪২ বলে ১০১ রানের জুটি। ৩৫.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৪ রান। এরপর ৯ ওভার তথা ৫৪ বলে ৪১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছেন হৃদয়। ৮৫ বল খেলে এক চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন তাওহীদ হৃদয়। এরপর রশিদ খানের গুগলিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন মেহেদি হাসান মিরাজ, জাকের আলি অনিক ও নুরুল হাসান সোহন। ১০ ওভার তথা ৬০ বলে মাত্র ৩৮ রান খরচ করে মিরাজ, জাকের এবং...