রেললাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় ৪ কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলভবনে সদর দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন। অতিরিক্ত ব্যয় দেখিয়ে কর্মকর্তা ও ঠিকাদার মিলে সরকারি অর্থ লোপাটের অভিযোগে এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দুদকের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় সদর দপ্তরে রেললাইনের (ব্যালাস্ট) পাথর, ট্রেন মেরামতের যন্ত্রাংশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয়, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, ষ্টেশনের জন্য ডিসপ্লে টিভি, কাপড়, ফ্লোর ম্যাট ও কাগজসহ বিভিন্ন পণ্য কেনা হয়। পরবর্তীতে এসব ক্রয় কার্যক্রমের বাণিজ্যিক নিরীক্ষায় দেখা যায়, এসব পণ্য ও...