বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও তৎকালীন ছাত্রনেতা রাশেদ খান।এতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ভূমিকা স্মরণ করেছেন। রাশেদ তার পোস্টে লেখেন, “আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচির আয়োজন করছি শুনে ড. আসিফ নজরুল স্যার আমাকে কল করে বলেন, ‘রাশেদ আমি তোমাদের সাথে প্রতিবাদে যোগ দিতে চাই।’ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি, তখন যে’কজন শিক্ষককে সবসময় পাশে পেয়েছি, তাদের একজন ছিলেন তিনি।” তিনি আরও উল্লেখ করেন, অনেক শিক্ষক ‘শিবির’ তকমার ভয় পেয়ে প্রতিবাদে অংশ নিতে ইতস্তত করলেও আসিফ নজরুল ছিলেন ব্যতিক্রম। ‘কল্পনা করুন, এই মিছিলে সবাই শিক্ষার্থী, কিন্তু একজন মাত্র শিক্ষক—তিনি আসিফ নজরুল।...