কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’। বুধবার ইবি পরিবহন প্রশাসকের নিকট দেওয়া এক লিখিত আবেদনে এ দাবি করেন জানান। আবেদনে বলা হয়েছে, আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আলোচনা ও পরামর্শ করেছি। তাদের প্রয়োজনীয় ও প্রাণের দাবি, পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীদের সময়গুলো প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস চালু করার অনুরোধ করছি। এ সময় ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘যে সকল শিক্ষার্থীরা নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে এসে ক্লাস করেন এবং ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী শহরে টিউশনিসহ অন্যান্য প্রয়োজনে...