০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম মীরসরাই উপজেলায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর হতে মাসব্যাপী ক্যাম্পেইন চলবে। ১৮ কর্ম দিবসের এই ক্যাম্পেইনে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবার মীরসরাই উপজেলায় ১ লক্ষ ৩৪ হাজার ২শত ৪০জন শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়। এ নিয়ে সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে এই সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।...