এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকম-এর শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়কে মুঠোফোনে হুমকি দেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ওরফে সাগর। ফোনালাপে তাঁকে বলা হয়, ‘নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রস্তুত থাকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন। দেখব আপনাকে কে বাঁচায়।’ — এমন বক্তব্যে তিনি সাংবাদিককে হুমকি ও গালিগালাজ করেন। সাংবাদিক আশিকুর রহমান হৃদয় বলেন, “আমি দীর্ঘ ৬ বছর ধরে শরীয়তপুরে সাংবাদিকতা করছি। সম্প্রতি মতিউর রহমানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম নিয়ে প্রতিবেদন করি। এ কারণেই তিনি আমাকে ভয়ভীতি ও হয়রানির হুমকি দিচ্ছেন। আমি বর্তমানে চরম আতঙ্কে আছি।” ঘটনার সূত্রপাত খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম নিয়ে। জানা যায়,...