নতুন দুটি টেলিভিশন চ্যানেল অনুমোদন পাওয়ার পর ‘দলীয় বিবেচনায়’ লাইসেন্স দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর বিতর্ক চলছে। বলা হচ্ছে, আগের সরকারগুলো যেভাবে ‘দলীয় বিবেচনায়’ টেলিভিশনের লাইসেন্স দিয়েছে—এবারও তার ব্যতিক্রম হয়নি। সমালোচনার মুখে এনসিপি নেতা সারজিস আলম ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদারের ফেসবুক স্ট্যাটাস নিয়েও চলছে জোর আলোচনা। এবার যে দুই জনের নামে লাইসেন্স দেওয়া হয়েছে—তাদের একজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা, অন্যজন জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন। তবে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসি বাংলাকে বলেছেন, ‘‘সরকার যেহেতু কোনও মিডিয়া বন্ধ করছে না, ফলে ফ্যাসিবাদবিরোধীদের মিডিয়া দিয়ে মন্ত্রণালয় চাচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে।’’ প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে...