সংবাদ সম্মেলনে হংকং চায়না কোচ এস্টেবান ওয়েস্টনকে ঘিরে ছুটে গেলো সাংবাদিকদের অনেক প্রশ্ন। একজন তো জানতে চাইলেন আপনার দলে হামজা চৌধুরী থাকলে কোথায় খেলাতেন? জবাবে যেন ‘মাইন্ড গেম’ খেলতে চাইলেন ব্রিটিশ কোচ। সরাসরি বলেছেন, ‘অন দ্য বেঞ্চ’। বোঝাই যাচ্ছে বৃহস্পতিবার রাত ৮টায় বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে কথার লড়াই জমিয়ে দিতে চাইলেন হংকং কোচ। হামজা সম্পর্কে অবশ্য ভালোভাবেই খোঁজ খবর নিয়ে এসেছেন হংকং কোচ ওয়েস্টন। এর আগে হামজাকে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা নেই বলে জানালেন তিনি, ‘না, বিশেষ কোনও পরিকল্পনা নেই। আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। ইংল্যান্ডে সে ডিফেন্ডার, রাইট-ব্যাক হিসেবে খেলে, তবে মিডফিল্ডেও খেলতে পারে। কিন্তু একটা দল একজন খেলোয়াড় দিয়ে হয় না। আমরাও কিছু ভালো খেলোয়াড় রাখি, কিন্তু দলীয় খেলায় বিশ্বাস করি, সবার অবদান গুরুত্বপূর্ণ। আমরা...