স্থানীয় সূত্রে জানা যায়, বিথির স্বামী প্রায় সাত বছর আগে মারা যান। এরপর পিত্রালয়ে বসবাসের সময় তার প্রতিবেশী স্বাধীন শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিথির অভিযোগ, বিয়ের আশ্বাসে স্বাধীন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং তার কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা নেন। গত ১৬ জুলাই রাতে তার পিত্রালয়ে এমন ঘটনার সময় স্থানীয়রা টের পেলে স্বাধীন পালিয়ে যান। পরে স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান না পেয়ে বিথি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন। মামলা করার পরও প্রতিকার না পেয়ে বর্তমানে তিনি স্বাধীন শেখের বাড়িতে...