গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম সংরক্ষণে গঠিত আর্কাইভের অগ্রগতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ‘এ’ ব্লকের ৪১৭ নম্বর কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।আরো পড়ুন:গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবরপূজার ছুটির পর গকসুর নির্বাচিত প্রতিনিধিদের অভিষেক গবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন আর্কাইভসের পরিচালক অধ্যাপক মনসুর মুসা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী গবেষক খাদিজাতুল কুবরা মিম। বক্তারা বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিন্তা, আদর্শ ও সংগ্রামী জীবন বাংলাদেশের স্বনির্ভরতা ও মানবসেবার প্রতীক। তার জীবন ও কর্ম সংরক্ষণ আগামী প্রজন্মের জন্য এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। সহকারী গবেষক খাদিজাতুল কুবরা মিম বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরী থাকলে আজকের সমাজ ভিন্ন হতো।...