১৮ বছর বয়সী রাজিয়া কখনো বসে, কখনো শুয়ে কাটছেন তার অসুস্থ জীবন। “কী করব, ফুসফুসে পানি জমে গেছে। অপারেশন খুবই জরুরি। তবে কিভাবে করব, আমার কাছে কোনো টাকা নেই। আল্লাহ তালা যে কয়দিন বাঁচিয়ে রাখেন। তবে অসুস্থতার কষ্ঠে মাঝে মাঝে মনে হয় মরে যাই। তখন ইচ্ছে হয় এই রোগ থেকে নিজেই মুক্তি পাই।”— চোখে পানি নিয়ে এসব কথা বলছিলেন বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের ভাটার খাল (বস্তি) বাসিন্দা ও দিনমজুর আবদুল রাজ্জাক ফকিরের মেয়ে রাজিয়া। রাজিয়া জানান, গত পাঁচ মাস পূর্বে হঠাৎ প্রচণ্ড জ্বর হয়েছিল এবং সঙ্গে কাশি হচ্ছিল। ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ালে জ্বর কমে যেত, কিন্তু কাশি কমেনি। পরবর্তীতে ডাক্তার দেখালে যক্ষ্মা রোগ ধরা পড়ে। চিকিৎসা করতে করতে ফুসফুসে পানি জমে গেছে। বক্ষব্যাধি হাসপাতালে ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা শেষে...