অভিষিক্ত বলে এবং অন্তত ২০-এর ঘরে গেছেন বলে সাইফ হাসানকে ‘গ্রেসমার্ক’ দেওয়া যেতে পারে। এর বাইরে যদি প্রশ্ন করা হয়, আবুধাবিতে আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ আর তাওহীদ হৃদয়ের বাইরে বাংলাদেশের আর কোন ব্যাটসম্যানকে পাশ মার্ক দেওয়া যায়? উত্তর নিশ্চিতভাবেই হবে, একজনকেও না! ১ ওভার ১ বল বাকি থাকার সময়েই বাংলাদেশ অলআউট হয়ে গেছে। রান কোনোরকমে তুলতে পেরেছে ২২১। স্ট্রাইকরেটের হিসাব তো করারই সুযোগ নেই – রানই যেখানে হয় না, সেখানে আবার রানের গতির হিসাব! ১০ বলে ১০ রান করা ওপেনার তানজিদ তামিম আর ১ বলে ৪ রান নিয়ে অপরাজিত দশম ব্যাটসম্যান তাসকিন আহমেদের বাইরে বাকি কারও স্ট্রাইকরেট ১০০ ছোঁয়নি। ১০০ কী, ৭৫-ও পার হয়নি! আর রান? চারে নামা তাওহীদ হৃদয়ের ৮৫ বলে ৫৬ আর পাঁচে...