ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ঢোকা ও বেরোনোর পদ্ধতি বদলে যাচ্ছে। আগামী রোববার থেকে কার্যকর হচ্ছে নতুন বায়োমেট্রিক সীমান্ত চেকিং ব্যবস্থা। এর ফলে অস্ট্রেলীয় ও ব্রিটিশরাসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের ইইউ অঞ্চলে যাতায়াতের নিয়ম বদলে যাবে। নতুন এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস) অনুযায়ী, প্রথমবার ইইউভুক্ত (শেনজেন অঞ্চল) ২৯টি দেশে প্রবেশ করার সময় অ-ইইউ ভ্রমণকারীদেরকে তাদের ব্যক্তিগত তথ্য, যেমন- আঙুলের ছাপ ও মুখাবয়বের ছবি নিবন্ধন করতে হবে। শেনজেন অঞ্চলে কেবল আয়ারল্যান্ড ও সাইপ্রাস বাদে সব ইউরোপীয় দেশই আছে এবং এর সঙ্গে আরও আছে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন। সীমান্ত ক্রসিংগুলোতে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ শুরু হবে এবং আগামী বছর ১০ এপ্রিলের মধ্যে এটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে। এর মাধ্যমে সীমান্তে দীর্ঘ লাইন সৃষ্টি না হওয়ার নিশ্চয়তা পাবে ইইউ। নতুন এই ইলেকট্রনিক সিস্টেম চালু হলে ইইউ...