গাজায় এভাবেই প্রতিদিন আবাসিক এলাকায় ইসরায়েল বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার বোমাবর্ষণের পর ধোঁয়ার কুণ্ডলি গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে মিশরে চলমান আলোচনায় বন্দী বিনিময়ে অগ্রগতি হয়েছে। বন্দী অদলবদল চুক্তির অংশের জন্য ইসরায়েলি জিম্মি ও প্যালেস্টাইনের বন্দীদের নামের একটি তালিকা বিনিময় করেছে দুইপক্ষ। তবে শান্তি আলোচনা কিছুটা বাধার মুখে পড়েছে হামাসকে অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দেয়ার কারণে। হামাস এখনওা পর্যন্ত এ ব্যাপারে আলোচনা করতে অনীহা প্রকাশ করছে। এর ফলে আলোচনায় অগ্রগতি থমকে আছে। হামাস জানিয়েছে, আলোচনায় যুদ্ধ থামানোর প্রক্রিয়া, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বন্দী বিনিময় চুক্তির বিষয়টিতে বেশি জোর দেয়া হচ্ছে। জানা গেছে, মিশরের অবকাশযাপন শহর শারম আল-শেখে চলা আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের প্রথম পর্ব বাস্তবায়নের সময়কাল নিয়ে কোনো...