বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিতে ডেঙ্গুসংক্রান্ত পরামর্শ ও পরীক্ষার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএনসিসির ওয়েবসাইটে দেখা যায়, সংস্থাটি ডেঙ্গু পরিস্থিতিতে ডেঙ্গু সংক্রান্ত পরামর্শ ও পরীক্ষার জন্য কন্ট্রোল রুমসহ করপোরেশনের বেশ কিছু কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর দেয়। এসব নম্বরে কল দিয়ে সেবা নিতে পারবেন নগরবাসী। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০১৭১৬-০৬৩৪২৫, ০১৭৭৩-৩৯৩২৭৬, ০১৭১৫-২৩৮৭৫৪। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় সংক্রান্ত ডিএনসিসির হটলাইন নম্বর ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী-০১৭১৬-০৬৩৪২৫, ডা. মোহাম্মদ লুৎফর রহমান-০১৫২১২০৯৬৪৫, ডা. মো. ইমদাদুল হক-০১৭১৫২৩৮৭৫৪, কৃষিবিদ মো. আসিফ ইকবাল-০১৭১৫৪৩৬৯০৫, ডা. মাবিয়া সুলতানা শোভা-০১৫২১৪৯৫৫২০, অঞ্চল-১ এর ডা. মোহাম্মদ সাদমান সাকিব-০১৭৫৯৯৪২৪১৪, অঞ্চল-২ এর ডা....