বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ ৬২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে। আজ বুধবার (৮ অক্টোবর) এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, কুড়িগ্রামের কয়েকটি সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল ভারতীয় প্যান্ট পিস ও গরু। মালামালগুলোর দাম প্রায় ৬৮ লাখ ৬২ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামালগুলো ফেলে পালিয়ে যায়। কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে....