“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। এ সময় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্ল্যা খান, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী,...