জোয়ারে নদীর পানি বেড়ে খুলনার দাকোপ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে ৩০০ হেক্টর (প্রায় দুই হাজার ২৩১ বিঘা) জমির আমন ধান তলিয়ে গেছে। পাউবোর ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে চলে গেছে। কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ভাঙনকবলিত স্থানে পুনরায় বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। মঙ্গলবার রাতে উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দিরসংলগ্ন ঢাকী নদীর বাঁধ ভেঙে বটবুনিয়া গ্রাম ও নিশানখালী বিলে পানি ঢুকে পড়ে। বুধবার সকালে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামতের চেষ্টা চালান। তবে বিকাল পর্যন্ত বাঁধ আটকানো সম্ভব হয়নি। খোঁজ নিয়ে নিয়ে জানা যায়, তিনটি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে দাকোপ উপজেলা। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৩১ নম্বর পোল্ডারের আওতায় পড়েছে পানখালী...