আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী অপরাধী হলে জেলেই থাকতেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতদের বৈঠকের বিষয়ে অবহিত থাকার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কূটনীতিকরা চাইলে যে কারও বাসায় যেতে পারেন। তৌহিদ হোসেন বলেন, ‘বৈঠকের বিষয়ে জানি। বিষয়বস্তু জানা নেই। কূটনীতিকরা চাইলে যে কারও বাসায় যেতেই পারেন। সাবের হোসেন চৌধুরী অপরাধী হলে তো জেলেই থাকতেন।’ বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার পর রাষ্ট্রপতির চিঠি পাওয়ার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার...