বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া ও রিচার্ড রবসনের সঙ্গে যৌথভাবে ‘ধাতু-জৈব কাঠামোর উন্নয়নের জন্য’ ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ওমর ইয়াঘি। ফিলিস্তিনি বংশোদ্ভূত সৌদি-আমেরিকান নাগরিক ওমর ইয়াঘি ১৬তম মুসলিম হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করলেন। খবর আল আরাবিয়া ইংলিশ। ফিলিস্তিনি পিতামাতার ঘরে জর্ডানে জন্মগ্রহণ করেন ওমর ইয়াঘি। তিনি ২০২১ সালে সৌদি নাগরিকত্ব লাভ করেন। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট বিশেষজ্ঞদের সৌদি নাগরিকত্ব প্রদানের রাজকীয় অনুমোদনের মাধ্যমেই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইয়াঘিকে নাগরিকত্ব প্রদানের এই পদক্ষেপটি সৌদি ভিশন ২০৩০-এর উদ্দেশ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই ভিশনের লক্ষ্য হলো প্রতিভাবান ব্যক্তিদের রাজ্যে উৎসাহিত করা, বিদেশি বিনিয়োগ স্থানীয়করণ করা ও ‘একটি উপযুক্ত...