অবশেষে প্রকাশ পেল মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম টিজার। ৩৩ সেকেন্ডের এই ঝলক দর্শকের চোখে পড়তেই ভক্ত ও সাধারণের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে এমনটা হওয়াই স্বাভাবিক ছিল, কারণ এই সিনেমাতে যে এক অচেনা শাকিবের দেখা মিলবে সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। আর ঝলকটি দেখে দর্শকদের মত, শাকিবের সেই কথাই যেন সত্যি হতে যাচ্ছে! মঙ্গলবার সন্ধ্যায় নিজের টাইমলাইনে টিজারটি শেয়ার করেন শাকিব খান। লেখেন, “পুনরায় শক্তি সঞ্চয় করে প্রস্তুত... এসে গেল SOLDIER-এর প্রথম ঝলক!!” ৩৩ সেকেন্ডের সেই টিজারটি শুরু হয় ঘড়ির কাঁটার সঙ্গে, যার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা এবং তার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি সামরিক হেলিকপ্টার। অ্যাকশন দৃশ্যের পর ঝলকের শেষে দেখা যায় শাকিব খানের নতুন লুক। এরপর তার কণ্ঠে শোনা যায় একটি...