টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সুফল পেল বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বেশ কয়েকজন টাইগার খেলোয়াড়। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে সিরিজসেরার পুরস্কারজয়ী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ৮৭ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা একশতে জায়গা পেয়েছেন নাসুম। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৪৪ নম্বরে। আফগানদের বিপক্ষে তিন ম্যাচে তার শিকার ছিল ৫ উইকেট।সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফ হাসান। ছন্দে থাকা ডানহাতি টপ অর্ডার ব্যাটার এগিয়েছেন ১৭ ধাপ। ফলে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬২৪, এটিও ক্যারিয়ারসেরা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাইফ এখন সবার উপরে। তানজিদ হাসান তামিম ছয় ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।...