০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম ব্যাট হাতে যা একটু লড়াই করলেন তাওহীদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ। শুরুর ধাক্কা সামলে এই দুই মিডল অর্ডারের ব্যাটে লড়াকু পুঁজির পথেই ছিল বাংলাদেশ। ফিফটি করে দুজন ফেরার পর শেষের দাবি মেটাতে পারেননি জাকের আলি, নুরুল হাসানরা। আফগানিস্তানকে তাই কঠিন লক্ষ্য দিতে পারল না টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ২২২ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৬০ রান দলপতি মিরাজের, ৫৬ রান করেন হৃদয়। ৭ বল বাকি থাকতে শেষ হয় বাংলাদেশের ইনিংস। আবু ধাবির আবু জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট বেছে নেওয়া বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৮ রানে আসে প্রথম ধাক্কা। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে কট...