এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দুই দলের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন। বাংলাদেশ দলের পোস্টার বয় হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলেন, তার নাম ঘুরে ফিরে এসেছে সংবাদ সম্মেলনের আলোচনায়। তবে হামজাকে নিয়ে বাড়তি ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন হংকং চায়নার কোচ অ্যাশলে ওয়েস্টউড। বরং কিছুটা কটাক্ষ করেই কথা বলেন তিনি। হংকং চায়নার র্যাঙ্কিং ১৪৬, আর বাংলাদেশের ১৮৪। ওয়েস্টউড বলেন, ‘র্যাঙ্কিং নিয়ে আমি ভাবি না। উভয় দলই উন্নতির পথে আছে। বাংলাদেশ এখনকার চেয়ে ১৮ মাস আগেও ভিন্ন অবস্থানে ছিল। এখন তাদের মধ্যে স্থায়িত্ব এসেছে, একজন কোচ দীর্ঘ সময় ধরে দায়িত্বে আছেন এবং ফুটবলকে ভালোবাসেন। র্যাঙ্কিং আমার কাছে গৌণ বিষয়। আমরা লিচেনস্টাইনের (২০৩ নম্বরে)...