বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রম সংস্কারের জন্য কার্যকর সামাজিক সংলাপের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “গঠনমূলক, ইতিবাচক এবং সক্রিয় ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমেই শ্রমখাতের যে কোনো বিরোধের টেকসই সমাধান সম্ভব।” বুধবার (৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। উপদেষ্টা বলেন, “গত এক বছরে আমরা একাধিকবার শ্রমিক, মালিক ও উন্নয়ন সহযোগীদের নিয়ে সামাজিক সংলাপ আয়োজন করেছি। সেই আলোচনার ভিত্তিতেই শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, যেখানে শ্রমিক ও মালিক প্রতিনিধিদের প্রস্তাব এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।” তিনি...